সোনার ক্যারেট কি?

🔳 ইংরেজিতে Karat (US) বা Carat (UK) হল সোনার পরিশুদ্ধতা (Fineness) পরিমাপের একক। সংক্ষেপে K, Kt বা C, Ct হিসেবে উল্ল্যেখ করা হয়।
গ্রাম, কেজি এ সমস্ত যেমন মাপের একক, ঠিক তেমনি ভরি সোনা ২৪ ক্যারেট ধরে হিসাব করা হয়।
৯৬ রতিতে হয় ১ ভরি।
সে হিসাবে ৯৬ কে ২৪ দিয়ে ভাগ করলে হয় ৪ রতি, আর এই ৪ রতি সমান ১ ক্যারেট।

🔘 স্বর্ণ পরিমাপের এককঃ
১ ভরি = ১৬ আনা
১ ভরি = ৯৬ রতি
১ আনা = ৬ রতি
এই পরিমাপের একক বাংলাদেশে বহুল ব্যবহৃত হলেও আন্তর্জাতিক পরিমাপের একক ভিন্ন। যেমনঃ
১ আউন্স = ২.৪৩০৫ ভরি
১ আউন্স = ২৮.৩৪৯৫ গ্রাম
১ ভরি = ০.৪১১৪৩ আউন্স
১ ভরি = ১১.৬৬ গ্রাম

🔳 ১ ভরিতে কত গ্রাম?
উত্তর: ১১.৬৬ গ্রাম

🔘 সোনার পরিশুদ্ধতা (ক্যারেট) পরিমাপের গাণিতিক সুত্রঃ
X=24/(Mg/Mm)
এখানে, X হল সোনার ক্যারাট হিসাব, Mg হল অলংকারে খাটি সোনার ভর, Mm হল অলংকারের মোট ভর।

🔘 ২৪ ক্যারেটের সোনা হচ্ছে খাঁটি সোনা যা কেবল বার হিসাবে পাওয়া যায়। তৈরি গহনার মধ্যে ২২ ক্যারেট সবচেয়ে ভালো। ক্যারেট হিসাবে তাতে ২ ক্যারেট খাঁদ বা ভেজাল থাকে। আপনি যদি ২১ ক্যারেট গহনা কিনতে চান তাহলে তাতে খাঁদ থাকবে ২ আনা আর ১৮ ক্যারেট কিনলে খাঁদ থাকবে প্রতি ভরিতে ৪ আনা।

🔳 ভেজাল বা খাঁদ থাকে কেন?
অলংকারকে টেকসই করার জন্য মূলত এই ভেজাল মিশ্রণ করা হয়। এছাড়া কাঙ্ক্ষিত রঙে রূপ দেয়া, দামে হ্রাস ঘটানোর জন্যও মিশ্রণ করা হয়। সাধারণ কোন সংকর ধাতু (Alloy) বা রুপা, কপার, জিঙ্ক ইত্যাদি ব্যবহার করা হয়ে থাকে। সোনার ক্যারেট বা পরিশুদ্ধতার পরিমান যত বেশী থাকবে, বাজার মূল্যও তত বেশী পাওয়া যাবে

🔘 স্বর্ণ কেনার সময় যা জানা আপনার বেশী প্রয়োজন তা হল আপনি কত ক্যারেটের স্বর্ণ কিনছেন বা কিনবেন।
স্বর্ণ সাধারনত: ২৪, ২২, ২১ ও ১৮ ক্যারেটের হয়ে থাকে বা ১৪ এবং ১০ ক্যারেটের স্বর্ণও আছে।
ক্যারেট অনুযায়ী পিউরিটির একটি তালিকা নিন্মে তুলে ধরা হলঃ

২৪ ক্যারেট= ৯৯.৯৯% পিউর
২২ ক্যারেট= ৯১.৬০% পিউর
২১ ক্যারেট= ৮৭.৫০% পিউর
১৮ ক্যারেট= ৭৫.০০% পিউর
১৪ ক্যারেট= ৫৮.৫% পিউর
১০ ক্যারেট= ৪১.৭% পিউর

ছবি: arjl.com

এ তালিকা আন্তর্জাতিক ভাবে স্বীকৃত। তাই আপনি যখনই কোন স্বর্ণের অর্নামেন্টস কিনবেন অবশ্যই অর্নামেন্টেসের গায়ে খোদাই করা ক্যারেট লেখা দেখে নিবেন; অর্ণামেন্টেস এর গায়ে খোদাই করে লেখা থাকবে ৯৯৯৯ অর্থাৎ ২৪ ক্যারেট, ৯১৬ অর্থাৎ ২২ ক্যারেট, ৮৭৫ অর্থাৎ ২১ ক্যারেট, ৭৫০ অর্থাৎ ১৮ ক্যারেট। চেইনের হুকে খোদাই করা থাকে

সংগ্রহ ও পরিমার্জন: অ্যাডভোকেট ওয়ালি

Leave a comment